Monday, February 9, 2009

ভুমিকা/সূচনা

মানুষ সৃষ্টির সেরা জীব। মানুষের জন্য আল্লাহ এই পৃথিবী এবং পৃথিবীতে অবস্থিত সকল জীব ও বস্তু সমূহ (জীব, জন্তু, গাছ পালা, নদ নদী, আকাশ, পর্বত, সমূদ্র, গ্রহ, তারা, চাঁদ, সূর্য, মাটি ইত্যাদি) সৃষ্টি করেছেন। এই সকলই মানুষের উপকারের জন্য। আমরা আল্লাহর এই নিয়ামত অস্বিকার করতে পারিনা।
আল্লাহ মানুষকে রোগ দিয়েছেন এবং রোগের নিরাময়ও দিয়েছেন।
আল্লাহ’র দেওয়া প্রাকৃতিক থেকে পাওয়া উদ্ভিদ, উদ্ভিদ থেকে পাওয়া শাক সবজি, ফল মূল, ঔষধ ইত্যাদি মানুষ ও জীবের খাদ্য ও রোগ নিরাময়ের প্রধান উৎস।
উদ্ভিদ জগতের কিছু উদ্ভিদ মানুষ ও জীবের রোগ নিরাময়ের ভূমিকা পালন করে, ঐ উদ্ভিদ গুলিকে ঔষধি উদ্ভিদ বা ভেষজ উদ্ভিদ বলে।
ঔষধি উদ্ভিদ বা ভেষজ উদ্ভিদ দ্বারা তৈরী ঔষধকে ভেষজ ঔষধ বা Herbal Medicin বলে।
ভেষজ ঔষধ বা Herbal Medicin দিয়ে রোগ নিরাময় করাকে ভেষজ চিকিৎসা পদ্দতি বা Herbal Tritment বলে।
DXN মালোয়শিয়ার একটি ভেষজ ঔষধ, প্রসাধণী, খাদ্য, পানীয়, পানি বিশুদ্ধ করন যন্ত্র, ইত্যাদি উৎপাদনকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান।
এই প্রতিষ্ঠানটি বিগত ১৪ বছর ধরে গ্যানোডার্মা বা মাশরুম, মরিন্ডা বা ননি, রোজ্যাল্লী, করড্যাসিপ, স্পিরোলিনা, এলোভ্যারা ইত্যাদি ভেষজ উদ্ভিদ দিয়ে পণ্য সামগ্রী উৎপাদন করে আসছে। এই প্রতিষ্ঠানটির পণ্য সামগ্রী আন্তর্জাতিক মানের এবং কঠোর মান নিয়ন্ত্রিত, যা ১০৫টি দেশের মানুষের আস্থা অর্জন করেছে।
এই প্রতিষ্ঠানটি তাদের পণ্য সামগ্রী বাজারজাত করে আধুনিক নেটওয়ার্ক পদ্দতি বা মাল্টিলেভেল মার্কেটিং (MLM) এর মাধ্যমে।
যার ফলে প্রত্যেক ব্যবহারকারী এই প্রতিষ্ঠানটির অংশিধারী হয়ে পণ্য সামগ্রীর মান নিয়ন্ত্রনে ভূমিকা রাখতে পারে এবং অর্থনৈতিক ভাবে লাভবান হতে পারে।
সুতরাং আপনি আস্থার সাথে ব্যবহারকারী হিসাবে DXN এর পণ্য সামগ্রী ব্যবহার করতে পারেন।
নিবন্ধিত হয়ে আন্তর্জাতিক সদস্য পদ গ্রহন করে সূলভ মূল্যে পণ্য সামগ্রী পেতে পারেন এবং বাজারজাত করে অর্থনৈতিক ভাবে লাভবান হতে পারেন।

No comments: